ফৌজদারহাটে ট্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন মেলেনি এক মাসেও

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে ইঞ্জিনের সঙ্গে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনার এক মাস পার হলেও এখনও তদন্ত প্রতিবেদন দেয়নি কমিটি। অথচ চার সদস্যের কমিটিতে তিন কার্যদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি ফৌজদারহাট স্টেশনে লোকোমোটিভ (এলএম) ও সহকারী লোকোমোটিভ মাস্টারের অবহেলায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় প্রায় অর্ধশত যাত্রী। দোষীদের বিরুদ্ধে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে পরদিন ৮ ফেব্রুয়ারি কমিটি গঠন করা হয়। তাদের তিন কার্যদিবসের মধ্যেই প্রতিবেদন দিতে বলা হয়।

এদিকে একনলেজমেন্ট (স্বীকারোক্তি) বইয়ে স্বাক্ষর করেছেন কিনা জানতে চাইলে সহকারী স্টেশন মাস্টার হারুনুর রশিদ কোনো উত্তর দেননি।

বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘কয়েক দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। কয়েক জনের মৌখিক বক্তব্য নেওয়া বাকি রয়েছে, তা নেওয়ার পরই দেবো।’

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!