ফুটফুটে নবজাতক পড়েছিল ডাস্টবিনের আবর্জনায়

একমাস না যেতেই চট্টগ্রামে আবারো ডাস্টবিনে মিলল জীবিত নবজাতক। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে পতেঙ্গা এলাকার চেয়ারম্যান গলির একটি ডাস্টবিনে সদ্যোজাত শিশুটি পড়েছিল।

শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। তখন পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

পতেঙ্গা থানার এএসআই শরীফুল ইসলাম বলেন, ভূমিষ্ঠ হওয়ার পরই ছেলেশিশুটিকে কেউ ডাস্টবিনে ময়লার ভেতর ফেলে রেখে গিয়েছিল।

পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ তিনি বলেন, এক দিন বয়সী শিশুটি সুস্থ আছে। তার মা-বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ওসি জোবায়ের জানান, প্রথমে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর আদালতের মাধ্যমে সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত রৌফাবাদের সোনা মনি নিবাসে পাঠানো হয়েছে শিশুটিকে।

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি এলাকার ডাস্টবিন থেকে এক নবজাতককে (মেয়ে) উদ্ধার করে পুলিশ। বায়েজিদ বোস্তামির মোস্তফা কলোনির পেছন থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার তখন জানিয়েছিলেন, ‘ডাস্টবিনের ভেতরে স্থানীয় লোকজন নবজাতকটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাচ্চাটি উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। পরীক্ষা-নিরীক্ষা করে নবজাতকটি সুস্থ আছে বলে জানান চিকিৎসকরা।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!