প্রবাসী দুই ছেলে মিলে মাকে বাড়িছাড়া করলো কুপিয়ে

কক্সবাজারের পেকুয়ায় বৃদ্ধা মাকে কুপিয়ে জখম করল প্রবাসী দুই ছেলে। তারা দু’জন মিলে চুলের মুঠি ধরে টানাহেচড়া করে মাকে বসতবাড়ি থেকে বের করে দেয়। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে। আহত নারীর নাম মোহছেনা বেগম (৫৫)। তিনি ওই এলাকার মোক্তার আহমদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মোক্তার আহমদের মেয়ে হালিমা বেগম ও ২ ভাই মোহাম্মদ এনাম এবং জুবাইরের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে বাকবিতণ্ডা হয়। হালিমা বেগম পৈত্রিক বসতভিটায় ঘর জামাই থাকে। এ নিয়ে ২ ভাই ও বোনের মধ্যে বনিবনা চলছিল। ঘটনার দিন দুপুরে মোক্তার আহমদের ২ ছেলে এনাম ও জুবাইর বোনকে বসতভিটা থেকে তাড়িয়ে দিতে চেষ্টা চালায়। এ সময় মা মোহছেনা বেগম ২ সন্তানের এমন কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে এনাম ও জুবাইর দা নিয়ে মায়ের দিকে ধেয়ে আসে। এ সময় উত্তেজিত ২ সন্তান মাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

মোহছেনা বেগমের বড় ছেলে প্রবাসী জাবের আহমদের স্ত্রী ফরিদা বেগম বলেন, ‘আমরা শাশুড়িকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। ছেলেরা মাকে এমন নির্যাতন করে এখানে দেখেছি। আমি আমার স্বামীকে মুঠোফোনে বিষয়টি জানিয়েছি।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, ‘এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!