সাতকানিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে ছাই ৭ বাড়ি, ক্ষতি ৩০ লাখ

চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার নলুয়া ইউনিয়নের আলীর বাপের বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মূল্যবান মালামাল মিলে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিকরা হলেন মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ইউসুফ, আলী আহমদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ হোসেন, বেলাল উদ্দিন ও আহমদ ছফা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোহাম্মদ আইয়ুবের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে সব বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে সেমিপাকা ও টিনশেডের বাড়িগুলো পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ মারুফ বলেন, ‘দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে না পড়ার সর্বাত্মক চেষ্টা করি।’

স্থানীয় ইউপি সদস্য মাহবুবুল আলম বলেন, ‘স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল মিলে আনুমানিক ২৫-৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান তছলিমা আক্তার বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। টিনসেড ও সেমিপাকা বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা বর্তমানে মানবেতর দিন কাটাচ্ছেন।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!