প্রধানমন্ত্রীর উপহার পেল কর্মহীন ৩০০ পরিবার

লকডাউনে চট্টগ্রামে কর্মহীন গরিব ও অসচ্ছল ৩০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর পক্ষে উপহার হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

বিতরণ করা উপহারের প্রতিটি প্যাকেটে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, একটি সাবান রয়েছে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গতকাল থেকেই আমরা ত্রাণ বিতরন শুরু করেছি। গত রাতেই কিছু দুস্থ মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) প্রায় ৩০০ পরিবারকে ত্রাণ দেওয়া হয়। আমাদের পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। প্রতিদিনই আমরা গরিব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাবো।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল, স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, ডিআরআরও সজীব চক্রবর্তী, জেলা নাজির জামাল উদ্দিন।

সিএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!