পেকুয়ায় সাবমেরিন ঘাঁটির জমি থেকে ১০টি স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে নির্মাণাধীন সাবমেরিন নৌ-ঘাঁটির জন্য অধিগ্রহণ করা জমি থেকে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমার এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা বলেন, ‘পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাংলাদেশ সরকারের অধিগ্রহণকৃত ৪২২ একর জমিতে সাবমেরিন স্টেশন নির্মাণকাজ শুরু হয়েছে। এ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকাও ইতোমধ্যে পরিশোধ করেছে সরকার। এসব জমির মধ্যে কালারপাড়া অংশে কিছু স্থাপনা ছিল। স্থাপনাগুলোর মালিকদের বারবার নোটিশ করা হয়েছিল। কিন্তু স্থাপনা সরাচ্ছিল না কেউ। এতে নৌ-ঘাঁটি প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হচ্ছিল। তাই অভিযান পরিচালনা করে সাতটি বসতঘরসহ মোট ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে নৌ-ঘাঁটি প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমিতে থাকা অপর স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!