হালদায় ৩৫ কেজি ওজনের মৃত ডলফিন, মাথায় আঘাতের চিহ্ন

হাটহাজারীর মাদার্শা সমিতির হাট এলাকায় প্রায় ৩৫ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ২টায় এই ডলফিনটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মাদার্শা সমিতির হাট এলাকায় হালদা নদীতে একটি মৃত ডলফিন ভাসতে দেখে লোকজন সেটি উদ্ধার করেন। পরে ডলফিন মরার খবর পেয়ে বিকেল চারটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্স সেন্টারের সমন্বয়ক মনজুরুল কিবরিয়ার নেতৃতে একটি দল তা উদ্ধার করে রিসার্স সেন্টারে নিয়ে আসেন।

জানা যায়, মৃত ডলফিনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এপ্রিল ২০১৭ থেকে এ পর্যন্ত ২২টি মৃত ডলফিন উদ্ধার করা হয়। ডলফিন ও মা মাছ রক্ষায় উপজেলা প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ ও ইঞ্জিনচালিত নৌকা চলাচল নিষিদ্ধ করলেও প্রায় সময় ডলফিন মৃত্যুর ঘটনা ঘটে।

এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্স সেন্টারের সমন্বয়ক ড. মনজুরুল কিবরিয়া বলেন, মাদার্শা সমিতির হাট এলাকায় হালদায় একটি মৃত ডলফিন ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করেন। পরে আমি খবর পেয়ে উদ্ধার হওয়া ডলফিনটা রিসার্স সেন্টারে নিয়ে আসি। ডলফিনটার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

সিএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!