পেকুয়ায় শর্টসার্কিটের আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার

কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চারটি বসতবাড়ি। এতে ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টকারও বেশি। সর্বস্বান্ত হয়ে পড়েছে চার পরিবার।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে মাতবর পাড়া এলাকার নুরুন্নবীর ছেলে সৌদি প্রবাসী বেলাল উদ্দিনের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্টিক থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এ সময় পার্শ্ববর্তী আব্দুল করিমের ছেলে রিক্সা চালক জাকের হোসেন, কৃষক জামাল উদ্দিন ও বেলাল উদ্দিনের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। চারটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

পেকুয়ায় শর্টসার্কিটের আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার 1

পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ‘ধারণা করা হচ্ছে পুড়ে যাওয়া একটি ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। চারটি পরিবারের সবাইকে অক্ষত উদ্ধার করা সম্ভব হয়েছে।’

পেকুয়া থানার এসআই ইয়াকুবুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।

এসবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!