পেকুয়ায় মুক্তিযুদ্ধার জায়গায় নির্মিত হয়েছে সড়ক নির্মাণ !

পেকুয়া প্রতিনিধি: পেকুয়ায় অবসর প্রাপ্ত এক শিক্ষকের জায়গার উপর নির্মিত হয়েছে সড়ক। ব্যক্তি মালিকানাধিন জায়গায় জোর পুর্বক চলাচল পথ তৈরি করায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। উপজেলার রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনা এলাকায় রাস্তা নির্মিত হয়েছে। শিক্ষক প্রবীন আ’লীগ নেতা ও মুক্তিযুদ্ধা মাষ্টার মোহাম্মদ হোছাইন বাদি হয়ে গতকাল বৃষ্পতিবার চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং-৩৩০/১৭। মামলায় রাজাখালী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড়ের সদস্য মো.ইসমাইলসহ ১৭জনকে আসামি করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন বকশিয়াঘোনা এলাকার শফি আলম, নওশা মিয়া, মনু, মনজুর আলম, আব্দু জাব্বার, আবুল কাসেম, রেজাউল করিম, খাইরুজ্জামান, ভেট্টু, খলিলুর রহমান, আব্দু রহিম, শাহাব উদ্দিন, আকতার হোসেন, জাফর আহমদ, শহিদুল ইসলাম ও কাইসার। আদালত এ বিষয়ে তদন্তভার ন্যস্ত করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবর। মামলা সুত্রে জানা গেছে গত ৮মার্চ সকালে আসামিরা স্বসস্ত্র অবস্থায় বেআইনি জনতা গঠন করে বাদির জায়গায় হানা দেয়। এ সময় গায়ের জোরে বাদির ১৪শতক জায়গা জবর-দখল করে চলাচল রাস্তা তৈরি করে। ইউপি সদস্য জনকল্যানকাজ বাদ দিয়ে কর্মসৃজনের শ্রমিক দিয়ে ওই রাস্তা তৈরি করতে সহায়তা করেন। খবর পেয়ে বাদির ছেলে মোশারফ হোসেন বকশিয়াঘোনা গিয়ে মাটি না কাটতে বিবাদিদের নিষেধ করেন। এ সময় তারা তাকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্বক জখম করে। আহমদ হোসেন রাজাখালী ইউনিয়নের চড়িপাড়া এলাকার বাসিন্দা। তিনি উত্তর সুন্দরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সম্প্রতি তিনি অবসর হয়েছেন। তিনি রাজাখালী ইউনিয়ন আ’লীগের আহবায়ক পদে ছিলেন। এর আগে ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক ও সাধারন সম্পাদক পদে ছিলেন। মাষ্টার মুহাম্মদ হোসাইন একজন মুক্তিযুদ্ধের প্রবীন সংগঠক। স্বাধীনতার সময় তিনি দেশের জন্য সংগ্রামে আতœনিয়োগ করেছেন। মুক্তিযুদ্ধা বাছাই প্রক্রিয়া করনে তার আবেদন চুড়ান্ত করন করা হয়েছে। তিনি একজন মুক্তিযুদ্ধা। তিনি উত্তর সুন্দরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টা লগ্ন থেকে অবসর সময় পর্যন্ত শিক্ষাকতা করেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!