৮ তালা ভেঙ্গে পাঁচলাইশের পিনাকল স্কুলে চুরি

চট্টগ্রামের পাঁচলাইশে নাসিরাবাদ হাউজিং ৫ নম্বর রোড এলাকায় ‘পিনাকল’ নামের একটি প্রাইভেট স্কুলে চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আরিফুল হক বলেন, চোরের দল স্কুলের অফিস কক্ষের আটটি তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাত ৩টায় এ ঘটনা ঘটে।

অধ্যক্ষ আরিফুল হক বলেন, চোরের দলে তিন সদস্য ছিল। তারা দেয়াল টপকে স্কুল চত্ত্বরে ঢুকে। স্কুলের প্রহরি ঘুম থাকায় তারা একে একে আটটি তালা ভেঙ্গে আফিস কক্ষে ঢুকে লেপটপ, প্রিন্টারসহ আরো অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

তিনি আরও বলেন, চোর চক্রের সদস্যরা এলাকার ছিচকে চোর বলে মনে হচ্ছে। যার কারণ তারা সিসিটিভির ক্যামরার মুখ ঢেকে দিলেও মেশিন নিয়ে যায়নি। ক্যামরার মুখে কাপড় দেওয়ার পূর্বেই তাদের ফুটেজ সিসিটিভিতে ধারণ হয়ে যায়।

এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করবে বলেও জানান অধ্যক্ষ আরিফুল হক।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!