পরিবেশের ক্ষতি, ৫ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা

পরিবেশের ক্ষতি করে কৃষিজমির টপসয়েল ও পাহাড়ের মাটি দিয়ে পোড়ানো হচ্ছিল ইট। অনুমোদন ছাড়াই চলছিল হাটহাজারী উপজেলার ইটভাটাগুলো। এমন অভিযোগ পেয়ে হাটহাজারীর ৫ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ ডিসেম্বর) এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।

অভিযানে কর্ণফুলী ব্রিকসকে ৪ লাখ টাকা, শাহ আমানত ব্রিকসকে ৩ লাখ টাকা, কাদেরিয়া ব্রিকসকে ৩ লাখ টাকা, সোনালী ব্রিকসকে ৩ লাখ টাকা, শাহজালাল ব্রিকসকে ৩ লাখ টাকাসহ মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে আরও তিনটি ইটভাটার মালিককে ইটভাটাগুলো অপসারণের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, আইন না মেনে পরিবেশের ক্ষতির কারণে ৫ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুটি ভাটা উচ্ছেদসহ ইটভাটা মালিককে ভাটা অপসারণে সময় বেঁধে দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!