পরিবেশের ক্ষতি করে ডায়মন্ড সিমেন্টের জরিমানা মাত্র ২ লাখ

পরিবেশ দুষণের দায়ে দুই লাখ টাকা জরিমানা গুণলো সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্ট। এছাড়া সীতাকুণ্ড এলাকার আরএ শিপব্রেকিং, এসএল শিপ রি-প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে পরিবেশ ছাড়পত্রের শর্ত অমান্য করায় যথাক্রমে এক লাখ ও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৭ আগস্ট) আলাদা অভিযানে পরিবেশ অধিদপ্তরের টিম সরেজমিনে গিয়ে প্রতিষ্ঠানগুলোর ত্রুটি পেয়ে আইনি এই ব্যবস্থা নেয়।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ডায়মন্ড সিমেন্ট, সীতাকুণ্ডের একটি শিপব্রেকিং ইয়ার্ড, একটি শিপ রি-প্রসেসিং ইন্ডাস্ট্রিকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে।

একই দিন কক্সবাজারে পাহাড় কাটার অপরাধে মোহাম্মদ আমিন ও তার সহযোগীদের সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!