সাংসদ ফজলে করিম করোনা আক্রান্ত, একদিন আগেও গেছেন বিভিন্ন সমাবেশে

করোনাভাইরাসে আক্রান্ত হলেন চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সোমবার (১৭ আগস্ট) এই সাংসদ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। এর আগে ২৭ জুন তার ছেলে ফারাজ করিম চৌধুরীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

এবিএম ফজলে করিম চৌধুরী করোনা শনাক্তের দুদিন আগে রাউজানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

সাংসদের পরিবারের একটি সূত্র জানিয়েছে, রোববার ফজলে করিম চৌধুরীর শরীরে সামান্য জ্বর ছিল। তবে সোমবার খানিকটা সর্দি ছাড়া তার মধ্যে সেভাবে তেমন কোনো উপসর্গ দেখা যায়নি।

প্রসঙ্গত, গত জুন মাসের মাঝামাঝিতে করোনাভাইরাস পজিটিভ সন্দেহে এবিএম ফজলে করিম চৌধুরীকে সংসদ অধিবেশনে যোগ না দিতে অনুরোধ করা হয়েছিল। তখনও তিনি আইসোলেশনে ছিলেন। রাউজানের এই সাংসদ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।

সাংসদের ছেলে সদ্য করোনামুক্ত হওয়া বাবার করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করে বলেছেন, ‘ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে আপনারা অনেকেই জানতে পেরেছেন আমার বাবার করোনা রেজাল্ট পজিটিভ এসেছে। কথাটি সত্য। তিনি বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি বলেন, ‘গত ১৫ আগস্ট প্রতিবন্ধী-অসহায় মানুষের জন্য ঘরবাড়ি, মুদির দোকান ও শাকসবজির দোকান প্রদানসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের পাশে ছিলাম। সেদিন আমরা মানুষকে সাহায্য করতে পেরেছি— এটাই আমাদের সার্থকতা। রোগবালাই মানুষের জন্য একটি স্বাভাবিক ব্যাপার। আল্লাহ্‌ চাইলে রোগ হবে এবং এ থেকে মুক্তও তিনি করবেন। আমাদের হতাশ হওয়ার কোন কারণ নেই।’

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সাংসদ মহোদয় বর্তমানে আইসোলেশনে আছেন।’

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!