পটিয়ায় স্কুলছাত্রীর বাল্যবিবাহ ঠেকালেন প্রশাসন

চট্টগ্রামের পটিয়ায় বাল্য বিবাহ ঠেকালেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি। এ ঘটনায় কনের পিতা আবদুল মান্নানকে দুই মাসের জেল ও দশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার পৌরসদরের শাহচান্দ আউলিয়া মাজার গেট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

জানা যায়, চন্দনাইশ উপজেলার উত্তর মুরাদাবাদ এলাকার আবদুল মান্নানের কন্যার সাথে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ধাউরডেঙ্গা এলাকার নুরুল ইসলামের পুত্র প্রবাসী মোহাম্মদ ইউসুফের বিবাহের আয়োজন করা হয়।

কিন্তু ১৫ বছর বয়সে স্কুলপড়–য়া ছাত্রীকে বিবাহ দেওয়ার খবর পেয়ে পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি ঘটনাস্থলে গিয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেন।

এ ঘটনায় কনের পিতা আবদুল মান্নানকে দুই মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কনে পটিয়া মোজাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি চট্টগ্রাম প্রতিদিনিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!