পটিয়ার প্রান্তিক কৃষকদের সার-বীজ দিয়েছে প্রশাসন

পটিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আঊষ প্রণোদনা হিসেবে বীজ ও সার দিয়েছে উপজেলা প্রশাসন। একজনকে ৫ কেজি করে বীজ ধান ও ২০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) পটিয়া উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষকদের এসব প্রণোদনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জমান চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, আজিমুল হক, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জল হোসেন, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা উত্তম কুমার মুজুমদার, ডিকেআইবি’র উপজেলা সভাপতি খায়ের আহমদ, সাধারণ সম্পাদক রুপন চৌধুরী উপ সহকারী কৃষি কর্মকর্তা তরুণ কুমার চৌধুরী প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, ‘কৃষকরা হচ্ছেন দেশের প্রাণশক্তি। তারাই দেশকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করবে। কৃষকদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে ফসল ফলানোর কাজ চালিয়ে যেতে হবে।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!