পচা-বাসি খাবার মিলল আন্দরকিল্লার ঢাকা বেঙ্গল ও চকবাজারের চিটাগং ফুডে

চট্টগ্রাম নগরের চকবাজার ও আন্দরকিল্লায় অভিযান চালিয়ে পচা-বাসি খাবার বিক্রির দায়ে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক জানান, চকবাজার ও আন্দরকিল্লায় বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালিত হয়েছে৷ অভিযানকালে ঢাকা বেঙ্গল সুইট নামের একটি বেকারিতে ভেজালমিশ্রিত খাদ্য উৎপাদনের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর আওতায় ২০ বিশ হাজার টাকা ও চকবাজারের চিটাগং ফুড বেকারিকে অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, বিএসটিআই অনুমোদিত লাইসেন্স ছাড়া বিস্কুট ও কেক উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে ৩০ হাজার টাকা জরিমানাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে জব্দ করা পণ্য ও ব্যবহারের জন্যে রাখা বিভিন্ন দ্রব্য ধ্বংস করা হয়।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!