চট্টগ্রাম বিভাগীয় বইমেলা শুরু এমএ আজিজ স্টেডিয়ামে

চট্টগ্রাম বিভাগীয় বইমেলা-২০১৯ শুরু হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্ধোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা। চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অসীম কুমার দে।

আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার নুরে আলম মিনা, কথা সাহিত্যিক হরিশংকর দাশসহ সংস্কৃতি সংশ্লিষ্টরা। উদ্ধোধনী অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।

চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম মাঠে ৬দিনব্যাপী আয়োজিত এ বইমেলায় অংশগ্রহণ করবে দেশের স্বনামধন্য ৬৪টি প্রকাশনা প্রতিষ্ঠান। এরমধ্যে ঢাকা থেকে আসা ৪৩টি এবং চট্টগ্রামের ২১টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। শিশু-কিশোর ও শিক্ষার্থীদের মনের খোরাক মেটাতে আয়োজিত এ বই মেলার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা ৬-৯টা পর্যন্ত থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চট্টগ্রামের ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণই গুরুত্বের সাথে দেখছে আয়োজকরা।

এএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!