নোংরা পরিবেশে খাবার বানিয়ে সিলগালা ‌‘আর রহমান বেকারি’

ঐতিহ্যবাহী বেকারি, এখানকার পণ্যগুলোও মানুষের কাছে বেশ জনপ্রিয়। সুন্দর চকচকে প্যাকেট দেখে ক্রেতাতো দূরের কথা বিশেষজ্ঞ কারও বোঝার উপায় নেই ভেতরে কি অবস্থায় এসব প্যাকেটজাত করা হয়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে ঠকিয়ে আসছিল হাটহাজারীর ফরহাদাবাদের ‘আর রহমান বেকারি’। বেকারির ভেতরের ভয়াবহ অবস্থা দেখে উপজেলা প্রশাসনের অভিযানে প্রতিষ্ঠানই সিলগালা করে দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান নিয়ে ইউএনও রুহুল আমিন বলেন, ‘অপরিচ্ছন্ন পরিবেশে বেকার পণ্য তৈরি করছিল আর রহমান বেকারি। এটি ওই এলাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বেকারির ভেতরে এতো নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য তৈরি হতে পারে তা বিশ্বাস করা কঠিন। দেখে মনে হল এটি কোন ডাস্টবিন। তৈরি করা খাদ্য পণ্য নোংরা পরিবেশে ফেলে রাখা হয়েছে। আবার এসব পণ্য প্যাকেট করে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। তাই বেকারটি সিলগালা করে দেওয়া হয়েছে।’

সিএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!