দ্বিতীয় ম্যাচে কুমিল্লাকে বড় ব্যবধানে হারালো চট্টগ্রাম

বিসিবি অনূর্ধ্ব-১৪ বয়সভিত্তিক ক্রিকেট

আগের ম্যাচে দূর্বল লক্ষীপুর থেকে বড় হারের লজ্জা পাওয়া চট্টগ্রাম অনূর্ধ্ব-১৪ দল নিজেদের দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত শক্তিশালী কুমিল্লার বিপক্ষে কি করে এটি ছিল দেখার বিষয়। কিন্তু এবার আর লজ্জায় ফেলেননি চট্টগ্রামের কিশোররা। উল্টো কুমিল্লাকে লজ্জায় ভাসালো তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত অনূর্ধ্ব-১৪ ইয়াং টাইগার্স বয়সভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম অঞ্চলের খেলায় কুমিল্লাকে ১৩৪ রানের বড় ব্যবধানে হারায় চট্টগ্রাম। চট্টগ্রামের জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ‘মি. এক্সট্রা’। কুমিল্লার বোলাররা চট্টগ্রামকে ৫৪টি অতিরিক্ত রান উপহার দেয়, যা চট্টগ্রামের ইনিংসের সর্বোচ্চ। অবশ্য চট্টগ্রামও এই জায়গায় বেশ উদার ছিল। তবে তা ১৬-তেই থেমে যায় এবং সেটিই কুমিল্লার ইনিংসের সর্বোচ্চ স্কোর।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম জেলা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে। চট্টগ্রামকে উদ্বোধনী জুটিতে ৬৬ রান এনে দেন শেখ মেহেদী ও জিয়াউল করিম আপন। মেহেদী ৩৬ ও আপন ২৭ রানে আউট হয়ে যান। ওয়ানডাউনে নামা আব্দুল্লাহ হানিফ বলের সাথে পাল্লা দিয়ে ৬ চার ও ১ ছয়ে ৩৩ বলে ৩৩ রান করেন। এছাড়া হামজা ২৬, আব্বাস ২২, রহমত ১৪ রান করেন। জবাবে কুমিল্লা জেলা মাত্র ৮৫ রানে অলআউট হয়ে যায়। কুমিল্লার পক্ষে আলফাজ ১২, তাহমিদ ও আরাফাত উভয়ই ১১ রান করেন। চট্টগ্রামের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ স্কোর গড়া আব্দুল্লাহ হানিফ ৯ ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া ফারদিন নূরও নেন ৩ উইকেট এবং আসিফ নেন ২ উইকেট।

চট্টগ্রাম অনূর্ধ্ব-১৪ জেলা দল আগামী ২৭ নভেম্বর নিজেদের শেষ ম্যাচে রাঙামাটির মুখোমুখি হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!