তাসফিয়ার পিতা ‘ইয়াবা আমিনের’ বিরুদ্ধে দুদকের মামলা

ইয়াবা ব্যবসার মাধ্যমে ছয় কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজারের টেকনাফের মো. আমিনের (প্রকাশ ইয়াবা আমিন) বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আমিন চট্টগ্রামে আলোচিত তাসফিয়া হত্যা মামলার বাদী ও তাসফিয়ার পিতা। ২০১৮ সালে ২ মে কর্ণফুলীর ১৫ নম্বর ঘাট থেকে তাসফিয়ার মৃতদের উদ্ধার করেছিল পুলিশ। তখন থেকেই আলোচনায় আসে আমিনের পরিবার।

বুধবার (২২ মে) কমিশন থেকে এ মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে জানান, ‘মো. আমিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ছাড়াও ৩২ লাখ ৩০ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হচ্ছে এ মামলায়।’

২০১৮ সালের শুরুতে মো. আমিনের কোটি টাকার সম্পদের উৎসের সন্ধানে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২ চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে মো. আমিন তার ছোট ভাইকে নিয়ে ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন। দুই ভাইয়ের বিরুদ্ধে ১২টিরও বেশি মাদক আইনে মামলা রয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রামের ওআর নিজাম রোডে ভাড়া বাসায় বসবাস করছেন।

ইতোমধ্যে তার স্ত্রী নাঈমা বেগমকেও সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে নোটিশ পাঠিয়েছে দুদক।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!