ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু চট্টগ্রামে

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে এনামুল হক (৪৬) নামে একজন এবং অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে আকলিমা আক্তার (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৩৮ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৩৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ২৪ জন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে, দু’জন বিভাগীয় পুলিশ হাসপাতালে এবং ১৭ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া আক্রান্ত আরও ৬৩ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর চট্টগ্রামে মোট ছয় হাজার ৬২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৪৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৬ হাজার ২৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!