হঠাৎ ড. ইউনূসের বাড়িতে পুলিশ

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পরিবারের তথ্য নিতে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটে গেছে পুলিশ।

ড. ইউনূসের বাড়ির আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছে পুলিশ সদস্যরা। তার পরিবারের সদস্যদের বিষয়ে খোঁজ নেয় পুলিশ।

তবে হাটহাজারী থানা পুলিশ বলছে, তাদের কেউ ড. ইউনূসের বাড়িতে যাননি।

স্থানীয়রা জানান, ৩ সেপ্টেম্বর মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এক এএসআই এসে ড. ইউনূস সম্পর্কে, তার সন্তান কয়জন, কোথায় থাকেন, কী করেন, গ্রামের বাড়িতে কে থাকেন–এসব বিষয় জানতে চেয়েছেন।

ড. ইউনূসের হাটহাজারীর বাড়িতে পুলিশ যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়র মো. আরিফ জানান, ‘এটি একটি রুটিন কাজ। বিশেষ কিছু না। আমরা নিরাপত্তা ইস্যু মাথায় রেখে তার ও পরিবারের সদস্যদের সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করেছি।’

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. আজম ড. ইউনূসের গ্রামের বাড়িতে তথ্য সংগ্রহে গিয়েছিলেন। তিনি জানান, ‘হাটহাজারী থানার পরিদর্শকের (ইন্টেলিজেন্স) নির্দেশে ড. ইউনূসের বাড়িতে গিয়ে তার সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। তার ভাইয়ের সঙ্গেও কথা বলেছি।’

ড. ইউনূসের ছোট ভাই মইনুল আনাম জানান , ‘গ্রামের বাড়ির একজনের কাছ থেকে আমার মোবাইল নম্বর নিয়ে আমার সঙ্গে ওই পুলিশ সদস্য কথা বলেন। তিনি ভাইয়ের (ড. ইউনূস) পরিবার সম্পর্কে, তার ছেলেদের সম্পর্কে জানতে চান। কেন এসব তথ্য নেওয়া হচ্ছে জানতে চাইলে ওই পুলিশ সদস্য বলেন, তাকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে।’

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!