ডাক্তার সাংবাদিকসহ কক্সবাজারে আরও ৬৪ জনের করোনা পজিটিভ

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৫৮ জন নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে নতুন শনাক্ত ৬৬ জন এবং ৪ জনের ফলোআপ রিপোর্ট। তবে নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার জেলায় ৬৪ জন। বাকি দুইজন বান্দরবান জেলার।

নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার সদরের ৩৫ জন, উখিয়া উপজেলার ১২ জন, টেকনাফ উপজেলার ১১ জন, মহেশখালী উপজেলার ১ জন, রামু উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ২ জন, পেকুয়া উপজেলার ১ জন। এছাড়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ১ জন ও লামার ১ জন রয়েছে।

রোববার (৩১ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

জানা গেছে, আজ কক্সবাজারে নতুন শনাক্তদের মধ্যে জাতীয় ইংরেজি দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি ও তার ছেলে, গোলদিঘীর উত্তর পাড়স্থ জাদিরাম পাহাড়ের ৫১ বছর বয়সী এক চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকলীগের এক নেতাও সাধারণ সম্পাদক, রয়েছেন। এছাড়া সম্প্রতি করোনায় মারা যাওয়া শহরের মধ্যম নুনিয়ারছড়ার জয়নাল কোম্পানির পরিবারের ৪ সদস্যও রয়েছেন।

উল্লেখ্য, গত ৬০ দিনে মোট ৬ হাজার ৭৬৫ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে। তার মধ্যে ৭৮১ জনের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেল।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!