ডবলমুরিংয়ে হারিয়ে যাওয়া ব্যাগ ফিরিয়ে দিলো পুলিশের অ্যাপস

এইচএম মাইনুল হক অফিস হতে সিএনজি অটোরিকশা করে ফিরছিলেন চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএর বাসায়। কিন্তু সঙ্গে থাকা ব্যাগ না নিয়েই সিএনজি থেকে নেমে যান তিনি। ব্যাগের কথা যখন মনে পড়ে ততক্ষণে চলে যায় গাড়িটি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকাল ৪টায় ঘটে ঘটনাটি। পরে পুলিশের ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের সহযোগিতায় ফিরে পান সেই ব্যাগ।

এর আগে ৯৯৯ এ ফোন দেন মাইনুল হক (৬২)। পুলিশ এসে সিসিটিভি ফুটেজ এবং অ্যাপসের মাধ্যমে গাড়ির তথ্য যাচাই করে ব্যাগ উদ্ধার করে।

জানা যায়, আগ্রাবাদের প্রগতি শিপিং লিমিটেড থেকে বাসায় ফিরছিলেন মাইনুল হক। সঙ্গে ব্যাগে  ছিল ২ লাখ ১০ হাজার টাকা। আরও ছিল কিছু প্রয়োজনীয় কাগজপত্র।

পরে ডবলমুরিং থানার পুলিশ ব্যাগটি মাইনুল হককে ফিরিয়ে দেয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!