টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্র মামলার আসামি নিহত

কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ উল্লাহ ওরফে সোনা মিঞা (৪৫) নামের অস্ত্র মামলার এক আসামি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর রাতে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী পাহাড়ি এলাকায় দু’দল স্বশস্ত্র গ্রুপের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত মোহাম্মদ উল্লাহ হ্নীলা ইউনিয়নের উলুচামরী এলাকার হায়দার আলীর ছেলে।

টেকনাফ থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফ থানা পুলিশ রঙ্গিখালী পাহাড়ি এলাকায় গোলাগুলির খবর পেয়ে অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঘটনাস্থলে একব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি এলজি, ৮ রাউন্ড বুলেট ও ২৫ রাউন্ড খোসা উদ্ধার হয়েছে। অভিযানে এসআই সাইফ উদ্দিন, কনস্টেবল জুলিয়া নূর ও মোস্তফা আহত হয়েছেন। নিহত ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের স্ত্রী বর্তমানে কারাগারে রয়েছে। মাসখানেক আগে রোহিঙ্গা ডাকাত নূর মোহাম্মদের সহযোগী হিসাবে পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠিয়েছিল।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!