টিন পাল্টে চাকরি হারানো কামাল স্বপদে ফেরত

বরাদ্দকৃত ঘরের ফুটো হওয়া দুটি টিন পাল্টে চাকরি হারানো কামাল চাকরি ফেরত পেলেন। রোববার (২৯ সেপ্টেম্বর) আমিন জুট মিলস কর্তৃপক্ষ তাকে স্বপদে বহাল করেছে।

বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগী কামাল উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কর্তৃপক্ষ আমাকে তাঁত বিভাগে আবারো অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করার অনুমতি দিয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে আমি কাজে যোগ দিচ্ছি।’

তিনি আরও বলেন, আমরা চাকরি হারানোর পর গণমাধ্যম এবং সিবিএ আমার পাশে ছিল। মিল কর্তৃপক্ষ, সিবিএ এবং গণমাধ্যমকর্মীদের আমি প্রতি আমি কৃতজ্ঞ।

উল্লেখ্য, কামাল উদ্দিন ২০০৯ সালের ১ আগস্ট থেকে আমিন জুট মিলসে অস্থায়ী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গেল বর্ষায় টিন ফুটো হয়ে বসত ঘরে পানি পড়ায় তিনি দুইটি টিন পাল্টে ছিলেন। তার সাজা হিসেবে ১৭ আগস্ট কামালের বদলি কার্ড স্থগিত করে মিল কর্তৃপক্ষ। অবশেষে ২৯ সেপ্টেম্বর তিনি আবার কাজের অনুমতি পেলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!