জালালাবাদের খুঁটিতে ঝুলছিল পঁচা লাশ, গায়ে আঘাতের চিহ্ন

একই জায়গায় লাশ মিলেছিল চারদিন আগেও

পুরো শরীর ধারণ করেছে তামাটে রং। ঝুলন্ত শরীর থেকে খসে পড়ছে মাংস। কোথাও কোথাও পঁচন ধরে বের হচ্ছে রক্তও।

এমন এক লাশ ঝুলছিল চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জালালাবাদের জমির হাউজিং এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে।

পুলিশ জানিয়েছে, লাশটি জমির হাউজিং এলাকার ভাড়াটে আব্দুল খালেকের ছেলের। তার নাম মো. খোকন (৩০)। গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি নোয়াখালী।

বৃহস্পতিবার (৩০) সেপ্টেম্বর) দুপুরে লাশটি স্থানীয়রা দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে এই লাশ উদ্ধার করে মর্গে পাঠায় তারা।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘লাশটা এমনভাবে বিকৃত হয়ে গেছে আমরা বয়স ও পরিচয় উদঘাটনে সময় লেগেছে আমাদের। ধারণা করা হচ্ছে ঘটনাটি কয়েকদিন আগের।’

তিনি বলেন, ‘লাশটি খুঁটি থেকে নামিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।’

মাত্র চারদিন আগে সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোরে খুলশী থানার এই জালালাবাদ জমির হাউজিং এলাকার একটি ভবন থেকে নিজাম পাশা নামের ৬৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিজাম পাশাকে খুন করে লাশটি ময়লা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এ ঘটনায় ওই ভবনের দারোয়ানকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার (২৯ সেপ্টেম্বর)।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!