চবিতে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার, লুকানো ছিল তরকারির খাঁচায়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের পাশে এক ব্যক্তির তরকারির খাঁচা থেকে এই মাংস উদ্ধার করা হয়।

তবে ওই ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বলেন, ‘চাকসুর পাশে এক ব্যক্তি তরকারির খাঁচা নিয়ে সন্দেহজনক চলাফেরা করলে ছাত্ররা তার খাঁচা তল্লাশি করে।’

তিনি বলেন, ‘এ সময় তার খাঁচার ভিতরে তরকারির নিচে ছোট ছোট প্যাকেট করা আনুমানিক ১৫ কেজি ওজনের হরিণের মাংস পাওয়া যায়। পরে আমরা খবর পেয়ে মাংসগুলো প্রক্টর অফিসে নিয়ে আসি।’

তিনি আরও বলেন, ‘কৌশলে ওই লোক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। আমরা পুলিশকে খবর দিয়েছি। বন্যপ্রাণী আইনে ব্যবস্থা নেবো।’

এমআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!