ইন্টারন্যাশনাল টোবাকোকে ৭০ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে কারখানা পরিচালনার দায়ে কালুরঘাট এলাকার ইন্টারন্যাশনাল টোবাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৭০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই সাথে জরিমানা আদায় না হওয়া এবং ছাড়পত্র না নেওয়া পর্যন্ত উৎপাদন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

৪ সেপ্টেম্বর বুধবার সকালে শুনানি শেষে এ আদেশ দেয় পরিবেশ অধিদপ্তর।

এদিকে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের একটি টিম অভিযানে গিয়ে ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনার প্রমাণ পায়। পরে শুনানির জন্য নোটিশ দেয়া হয় প্রতিষ্ঠানটিকে।

সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন,’ কালুরঘাটের এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কারখানা পরিচালনা করে আসছে। শুনানি শেষে তাদের ৭০ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ছাড়পত্র আর জরিমানা পরিশোধ না হওয়া পর্যন্ত উৎপাদন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।’

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!