চসিকের ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ অভিযানে যুক্ত হলো পপুলার ব্রিকস্

প্রতিদিন রিপোর্ট :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর ভিশন বাস্তবায়নের লক্ষ্যে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারন কর্মসুচিতে ১০ টি ভ্যানগাড়ী দিয়ে যুক্ত হলো পপুলার ব্রিকস। img_8176

 

আজ বৃহষ্পতিবার দুপুরে, নগরভবনে পপুলার ব্রিকস এর সত্বাধিকারী মোহাম্মদ ফরিদুল আলম ভ্যানগাড়ীগুলো আনুষ্ঠানিকভাবে সিটি মেয়রের নিকট হস্তান্তর করেন।

 

এসময় চট্টগ্রাম চেম্বার এর পরিচালক অহিদ সিরাজ স্বপন, ২১ নং জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি শৈবাল দাশ সুমন, বিশিষ্ঠ ব্যবসায়ী জোবায়েরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

ভ্যানগাড়ী গ্রহণ করে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরবাসীর নিকট দেয়া ওয়াদা অনুযায়ী আগামী ডিসেম্বর এর মধ্যে প্রত্যেক ঘরে ঘরে বিন পৌঁছানো হবে। বিন পৌঁছানোর পর ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।

 

তিনি ব্যয়বহুল এ কার্যক্রমের সাথে বিত্তবানদের অবদান রাখার আহবান জানান। মেয়র আশা করেন পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ার পরিকল্পনায় সকলে সহযোগিতার হাত প্রসস্থ করবেন।

 

রিপোর্ট : রাজীব

এ এস / জি এম এম / আর এস পি ::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!