চন্দনাইশে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

চন্দনাইশে বিশ্ব মানবাধিকার দিবস পালিত 1চন্দনাইশ প্রতিনিধি : বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চন্দনাইশ শাখা’ র উদ্যেগে এক আলোচনাসভা গত ১০ডিসে¤¦র সকালে চন্দনাইশ সদরস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,সহ সভাপতি সেলিম উদ্দিন(প্র/শিক্ষক), আজিজুর রহমান আরজু,সাধারণ সম্পাদক শামসুল আরেফীন,সামশুল ইসলাম,এ,এইচ,আল মাসুদ,শফিকুল ইসলাম মিন্টু,জাবেদ ইকবাল প্রমূখ।।
সভায় মাকির্ন যুক্তরাষ্ট্র কতৃক জেরুজালেমকে ইহুদীদের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় তীব্র নিন্দা জ্ঞাপন করে উদ্বেগ প্রকাশ করা হয়। মায়ানমারের আভ্যন্তরীন রাষ্ট্রীয় সমস্যা সমাধানের ব্যর্থতার ফল, রাখাইন প্রদেশের রোহিঙ্গাদেরউপর অমানবিক অত্যচারে বাংলাদেশে আশ্রিতদের নাগরিক অধিকার সহ মায়ানমার সরকারকে ফেরত নেয়ার আহ্ব ান জানানো হয়।

চন্দনইশে মাদকের ব্যাপকতায় উঠতি যুবককেরা আসক্তির আশংকায় উদ্বেগ প্রকাশ এবং খাদ্যে ভেজাল একটি অমানবিক বিষয় হিসেবে উল্øেখ করে ভেজাল মিশ্্্রতি খাদ্যের কুফল সম্পর্কে জনগণকে সচেতন পূর্বক সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!