চট্টগ্রাম স্টেশনে ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

টিকিট কালোবাজারি করার সময় চট্টগ্রাম স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনী একজনকে আটক করেছে। বিকেলে মেঘনা ট্রেনের টিকেট উচ্চ মূল্যে বিক্রি করার সময় ৫টি টিকেটসহ হাতেনাতে মজনু মিয়া নামে ওই কালো বাজারিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৫ জুন) বিকেলে স্টেশনের ৪ নম্বর কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। মজনু কালুরঘাট ইব্রাহিম কলোনি পাঁচতলা এ এলখান উচ্চ বিদ্যালয় এলাকার মোনতাজ আলীর ছেলে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এএসআই রাজ্জাকুল হায়দার জানান, আটক মজনু মিয়া চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৪ নম্বর কাউন্টারের সামনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের টিকিট নিয়ে বিক্রির চেষ্টা করছিল। দেখতে পেয়ে কালোবাজারি মজনুকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে মজনু টিকিট কালোবাজারির কথা স্বীকার করে।’

রেলওয়ে স্টেশনের (সিআই) সালামত উল্লাহ জানান, ‘আটক ব্যক্তি হতে মেঘনা ট্রেনের ১০ সিটের ৫টি টিকিট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

জেএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!