চট্টগ্রাম সিটির ভোট নিয়ে কালক্ষেপণ আর চায় না নির্বাচন কমিশন, সোমবার বৈঠক

দীর্ঘদিন অপেক্ষার পর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের দিনক্ষণ নির্ধারণের ব্যাপারে এখন একটা সিদ্ধান্তে আসতে চায় নির্বাচন কমিশন। সোমবার (১ জুন) বিকেল চারটায় এ বিষয়ে বৈঠকে বসছেন নির্বাচন কমিশনাররা।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষিত হলেও করোনা ভাইরাসের সংক্রমণের কারণে শেষ মুহূর্তে তা স্থগিত হয়। ২৯ মার্চ এই নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।

জানা গেছে, জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এদিকে সরকারি অফিস আদালত খুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনের এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনই শুধু নয় দেশের ৪টি সংসদীয় আসন শূন্য থাকায় উপনির্বাচন অনুষ্ঠানে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সংসদ সদস্যদের মৃত্যুজনিত কারণে বগুড়া-১, যশোর-৬, পাবনা-৪ ও ঢাকা-৫ সংসদীয় আসন বর্তমানে শূন্য রয়েছে। এর মধ্যে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনের তফসিল হলেও করোনা ভাইরাস সংক্রমণের কারণে শেষ মুহূর্তে তা স্থগিত হয়। ২৯ মার্চ এই তিনটি নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। এদিকে পাবনা ৪ ও ঢাকা-৫ আসনের সদস্যদের মৃত্যু হওয়ায় এ দুটি আসনও শূন্য হয়েছে।

গত ১৮ জানুয়ারি সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ২১ জানুয়ারি সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন শূন্য হয়। গত ২ এপ্রিল পাবনা-৪ আসনের (আটঘরিয়া-ঈশ্বরদী) সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে ৬ মে ঢাকা-৫ আসনের (ডেমরা-দনিয়া-মাতুয়াইল) সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!