চট্টগ্রাম মেডিকেলে মোবাইলে ২৪ ঘন্টাই মিলবে চিকিৎসাসেবা

সাধারণ রোগীদের জন্য টেলিমেডিসিন সেবা চালু করা হল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। এর মাধ্যমে মোবাইলে হটলাইনে ফোন করে ২৪ ঘন্টাই মিলবে চিকিৎসাবিষয়ক পরামর্শ। রোববার (২৯ মার্চ) রাত থেকে সেবাটি চালু হয়েছে।

গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ রোগীরা হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারছেন না। আবার বেশিরভাগ মানুষই স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকায় তারাও হাসপাতালে যেতে পারছেন না। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

সার্বক্ষণিক এই টেলিসেবা মিলবে দুটি মোবাইল নম্বরে— ০১৮১৮৯৯২৬৫৭ ও ০১৯৪০২৩৩০৭৯। এই দুটি নম্বরে কোনো ফোন এলে শুরুতে অপারেটর প্রয়োজনীয় তথ্যসহায়তা দেবেন। প্রয়োজনসাপেক্ষে সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসককে কলটি ফরোয়ার্ড করবেন।

চিকিৎসা পরামর্শে কোনো ফোন কল এলে অপারেটর প্রয়োজনীয় তথ্য সহায়তা ও পরামর্শ দেবেন। ক্ষেত্র বিশেষ সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে কলটি ফরোয়ার্ড করবেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!