চট্টগ্রামে ১ টাকায় ১ হাজার মানুষ পাবে ঈদের পোশাক

‘এক টাকায় ঈদ আনন্দ’ প্রতিপাদ্যে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন চালু করেছে চট্টগ্রামের নিম্ন আয়ের মানুষের জন্য ‘গরিবের এসি মার্কেট’।

চট্টগ্রামে ১ টাকায় ১ হাজার মানুষ পাবে ঈদের পোশাক 1

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই মার্কেটে প্রায় ১ হাজার সুবিধাবঞ্চিত মানুষ এক টাকার বিনিময়ে ঈদের কেনাকাটা করার সুযোগ পাবেন।

চট্টগ্রামে ১ টাকায় ১ হাজার মানুষ পাবে ঈদের পোশাক 2

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের আব্দুল্লাহ কনভেনশন হলে এই আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সালেহ মুহাম্মদ তানভীর। দুদিনব্যাপী এই শপিংমল চালু থাকবে শুক্রবারও।

বিদ্যানন্দ ফাউন্ডেশন সূত্রে জানা যায়, কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত এই শপিংমলে সাজানো আছে শাড়ি, লুঙি, পাঞ্জাবি, জুতা, ছোটদের ফ্রক, শার্ট, প্যান্টসহ নানা ধরনের নতুন কাপড়।

এর বাইরেও প্রতিটা পরিবার পাচ্ছেন ১০ টাকায় ইচ্ছামত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করার সুযোগ।

এ উপলক্ষে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। যাতে গরিব মানুষজন সহজে এই এসি মার্কেটে এসে কেনাকাটা করতে পারেন।

এমআইটি/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!