চট্টগ্রামে শেখ জামালের জন্মদিনে স্মরণসভায় আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘শহীদ শেখ জামাল দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে প্রমাণ করেছেন তিনি একজন দেশপ্রেমিক সাহসী বাঙালি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার সংবাদগুলো প্রচার করতে হবে। যারা দেশের উন্নয়ন চায় না, তারাই শেখ হাসিনার সফল নেতৃত্ব ও উন্নয়নের ধারাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সকল ষড়যন্ত্র সহ্য করে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশ অবশ্যই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত হবে।’

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন কমিশনপ্রাপ্ত কর্মকর্তা শহীদ শেখ জামালের ৬৯তম জন্মদিন তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির আরও বলেন, ‘শেখ জামাল একজন সফল ক্রীড়াবিদও ছিলেন।’

এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফর আলী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিটুল দাশগুপ্ত, মহানগর শ্রমিক লীগ নেতা কামাল উদ্দীন চৌধুরী, যুবলীগ নেতা সুমন দেবনাথ, মহানগর জাতীয় পার্টি নেতা রাশেদুল হক খোকন।

বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি প্রণবরাজ বড়ুয়া, ডা. সুকুমার সেন, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, লায়ন উত্তম কুমার বড়ুয়া, জগদীশ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাছির, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিজয় ধর, শিল্পী কল্পতরু ভট্টাচার্য্য, অ্যাডভোকেট টিপু শীল জয়দেব, শ্যামল মিত্র, মোহাম্মদ হোসেন, হারুন রশিদ, কাজল বড়ুয়া, নজরুল ইসলাম মোস্তাফিজ, রহিমা আক্তার ডলি, রোজী চৌধুরী, রক্সি জাহান, রিমন মুহুরী, আসিফ ইকবাল, সজল দাশ, নুরুল হক মেম্বার, জালাল আহমেদ রানা, অনিন্দ্য দেব, ইমদাদুর রহমান রিয়াদ, নিজুম পারিয়াল রাজ, আতিকুর রহমান তুষার, মীর মোহাম্মদ ইমাদ।

চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটি সভাপতি পংকজ বৈদ্য সুজন ও সঞ্চালনা করেন স্মরণসভা কমিটির সদস্য সচিব ইয়াসির আরাফাত।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!