চট্টগ্রামে ১২ ঘন্টায় বাবা ও ছেলের মৃত্যু করোনায়

করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ জুলাই) পিতা আবু সৈয়দ চৌধুরী (৮০) ও ছেলে মো. আলমগীর (৩৫) মারা যান। তাদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকায়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ জুলাই ছেলে আলমগীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। তারপর দিন পিতা আবু সৈয়দ চৌধুরী ভর্তি হন একই হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে পিতা আবু সৈয়দ চৌধুরী মারা যান। বুধবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে মারা যান ছেলে মো. আলমগীর।

বুধবার সকাল ১১টার দিকে আবু সৈয়দের জানাজা অনুষ্ঠিত হয়। এতে সহযোগীতা করে গাউছিয়া কমিটি ও নিষ্ঠা ফাউন্ডেশন। আছরের সময় আলমগীরের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হোসনে আরা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কয়েক ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। এটি হৃদয়বিদারক ঘটনা।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!