সম্মিলিত জাতীয় জোটের শীর্ষনেতাদের সংবর্ধনা

সম্মিলিত জাতীয় জোটের শীর্ষনেতাদের সংবর্ধনা 1সম্মিলিত জাতীয় জোটের শীর্ষনেতা ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান বলেন, দেশে গণতান্ত্রিক এবং সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু-সুন্দর- সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক চর্চা, গ্রহণযোগ্য নির্বাচন ও জনগণের সরকার অপরিহার্য। এমতাবস্থায় সময়ের দাবি, দেশ-জাতি-গণতন্ত্র এবং সংবিধান রক্ষার স্বার্থে বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নাই। সে কারণে আমরা এই জোট গঠন করেছি। এদেশের মানুষ জোটবদ্ধ রাজনীতি অনেক দেখেছে। পূর্বে সে সব জোট-মহাজোট ক্ষমতাশীন হয়ে সংঘাত ও হিংসাত্মক রাজনীতি বৈ কিছুই দিতে পারেনি। সেই অবস্থা থেকে উত্তোরণের জন্য এ সম্মিলিত জাতীয় জোট গঠন করা হয়েছে। সম্মিলিত জাতীয় জোটের অন্যতম শরীকদল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব জননেতা এম.এ মতিন বলেন, গণমানুষের অধিকার আদায় ও ইনসাফ ভিত্তিক সুন্নি মতাদর্শের সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ১৯৯০ সাল থেকে ধারাবাহিকভাবে কাজ করে আসছে এবং জাতীয়-স্থানীয় নির্বাচনেও অংশগ্রহণ করেন। বর্তমানে জোটবদ্ধ রাজনীতিতে সম্পৃক্ত হয়ে অধিকারহারা গণমানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে এ জোট।

৮ মে রবিবার রাত্রে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছলে সদ্য গঠিত সম্মিলিত জাতীয় জোটের শীর্ষনেতা ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান ও মহাসচিব আল্লামা এম এ মতিনকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা বৃহত্তর চট্টগ্রাম জেলার পক্ষ থেকে তাৎক্ষণিক গণসংবর্ধনায় তাঁরা এসব কথা বলেন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বরে নগর দক্ষিণ ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা নুরুল ইসলাম জেহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রিয় যুগ্ম-মহাসচিব স উ ম আবদুস সামাদ। যুবনেতা সৈয়দ মুহাম্মদ আবু আজমের সঞ্চালনায় ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আইন বিষয়ক সচিব এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, নগর উত্তর সভাপতি নঈমুল ইসলাম, সম্পাদক নাছির উদ্দীন মাহমুদ, দক্ষিণ জেলা সম্পাদক মাস্টার আবুল হোসেন, মহানগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মাওলানা সাঈদুল হক কাজেমী, কেন্দ্রীয় যুবসেনার সহ-সম্পাদক আজিজুর রহমান আজিজ, নগর যুবসেনার সাংগঠনিক সম্পাদক হাবিবুল মোস্তফা সিদ্দিকী, যুবনেতা আলমগীর হোসেন, ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সভাপতি জি.এম শাহাদাত হোছাইন মানিক, সহ-সাধারণ সম্পাদক নুরুল্লাহ রায়হান খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ ফরিদুল ইসলাম, মুহাম্মদ ফয়সাল করিম, নগর উত্তর ছাত্রসেনা সভাপতি আবদুল কাদের রুবেল, সহ-সম্পাদক শায়ের মাছুমুর রশিদ কাদেরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ফ্রন্টনেতা ফোরকানুল আলম চৌধুরী, শফিউল আলম শফি, জসিম উদ্দীন সিদ্দীকী, মাওলানা সোহাইল আনসারী, আবদুল করিম সেলিম, যুবনেতার শাহজাহান, আমির আলী, মুহাম্মদ নূর, আবু তৈয়্যব, ছাত্রনেতা গোলাম মোস্তফা, যুবনেতা নেজাম উদ্দিন, নাসির উদ্দিন রুবেল, আমির আলী, রিদোয়ান তালুুকদার পাপ্পু, এম. আনোয়ার প্রমুখ। পরে একটি সম্মিলিত জাতীয় জোটকে স্বাগত জানিয়ে একটি মিছিল রেলওয়ে স্টেশন চত্বর প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!