চট্টগ্রামে শাস্তি পেল ওয়ালটন বনফুল ও ফুলকলি, তাজও আছে

নির্দেশনা না মেনে বিকাল চারটার পরও দোকান খোলা রেখে সন্ধ্যা সাতটায়ও বন্ধ করার নাম নেই। বিষয়টি চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নজর পড়ার পরই নেওয়া হল তাৎক্ষণিক ব্যবস্থা।

নির্দেশনা না মানা ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় বৃহস্পতিবার (৪ জুন) ভ্রাম্যমাণ আদালতের শাস্তি পাওয়া প্রতিষ্ঠানগুলো হল আন্দরকিল্লা নবাব সিরাজুদ্দৌলা রোডের তাজ ট্রেডার্স, ফুলকলি এবং পাঁচলাইশের ওয়ালটন, বনফুল ও ফুলকলি। এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠান ও দোকানকে জরিমানা ছাড়াও মামলা দেওয়া হয়।

চট্টগ্রামে শাস্তি পেল ওয়ালটন বনফুল ও ফুলকলি, তাজও আছে 1

জেলা প্রশাসনের ম্যজিস্ট্রেট শিরীন আক্তার পরিচালিত অভিযানে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১৪টি মামলা ও ৬৯ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!