চট্টগ্রামে পাকিস্তান টিম রেডিসন ব্লুতে পাবে ৩ স্তরের নিরাপত্তা, স্টেডিয়ামে ৪

৯০০ পুলিশ নিয়োজিত থাকবে নিরাপত্তায়

একটি টেস্ট খেলতে চট্টগ্রামে পাকিস্তান ক্রিকেট দলের সফর উপলক্ষে ৭ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিএমপি। পুলিশের ৯০০ সদস্য এই নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর থেকে শুরু হবে পাকিস্তান-বাংলাদেশ প্রথম টেস্ট। তবে আজ শুক্রবার (১৯ নভেম্বর) প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ঢাকায় শুরু হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ সিরিজ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানিয়েছেন, চট্টগ্রামে ২৩ নভেম্বর থেকে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের চট্টগ্রাম সফরের সময় চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউতে ক্রিকেটারদের অবস্থানকালে ৩ স্তরের নিরাপত্তা পাবে। অন্যদিকে নগরীর সাগরিকায় জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দেওয়া হবে ৪ স্তরের নিরাপত্তা।

সিএমপি কমিশনার জানান, এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে সড়কপথে এসকর্ট দেওয়া, বিমানবন্দরে নিরাপত্তা, খেলোয়াড় গমনাগমনে নিরাপত্তা ডিউটি, হোটেল কেন্দ্রে নিরাপত্তা, স্টেডিয়ামে নিরাপত্তা, অনুশীলন ডিউটি এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স।

এসব নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্ব পালন করবে কুইক রেসপন্স টিম, সোয়াত টিম, বম্ব ডিসপোজাল ইউনিট।

মোট ৯০০ পুলিশ সদস্য বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের সফর উপলক্ষে ৭ স্তরের নিরাপত্তা দেওয়ার কাজ করবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!