আরও দুই কমিটি পেল চট্টগ্রামের স্বেচ্ছাসেবক দল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার দুটি ইউনিট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) সংগঠনটি সহ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম ও চট্টগ্রাম উত্তর জেলার নেতাদের যৌথ সভায় এ আটটি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার সন্দ্বীপ উপজেলা ও পৌর কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন ও প্রকাশ করা হয়।

চট্টগ্রাম উত্তর জেলার অনুমোদিত ইউনিট কমিটিগুলো হচ্ছে—

সন্দ্বীপ উপজেলা কমিটি

আহ্বায়ক মো: শফিউল আজম ভূইয়া সামু, সদস্য সচিব মো: শাহাদাত হোসেন, যুগ্ম আহবায়ক-১. মো: নজরুল ইসলাম ২. মো: মুছা কলিম উল্লা ৩. মো: দেলোয়ার হোসেন মন্টু ৪. মো: রেজাউল করিম রিয়াদ ৫. মো: আলমগীর ৬. মো: রবিউল জুয়েল ৭. মো: হামিদুর রহমান জাহাঙ্গীর ৮. মো: ফজলুর করিম ৯. মো: নজরুল ইসলাম খান রিংকুসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

সন্দ্বীপ পৌর কমিটি

আহ্বায়ক মো: সাইফুদ্দিন কবির শিমুল, সদস্য সচিব মো: মাহফুজ, যুগ্ম আহবায়ক-১. মো: নুরুল আবছার ২. মোহাম্মদ শাহাবুদ্দিন ৩. মো: মোশাররফ হোসেন ৪. মোহাম্মদ মাসুম ৫. মো: আনোয়ার হোসেন ৬. মো: শাহাদাত হোসেন সুজন ৭. মো: তাফসীরুল আলম মামুন ৮. মো: দিলদার হোসেন ৯. মো: আনোয়ার হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সব ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!