চট্টগ্রামে আরও তিন করোনা পজিটিভ

রোগী হালিশহর সাগরিকা সীতাকুণ্ডের

করোনা ভাইরাসের জীবাণু বহন করছে— চট্টগ্রামে এমন আরও তিনজন রোগীর খোঁজ মিলেছে। বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম ও আশেপাশের এলাকার ৬০ জনের নমুনা পরীক্ষা শেষে এই ফলাফল জানিয়েছে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)।

চট্টগ্রাম প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির। বাকি ৫৭ জনের নমুনা পরীক্ষায় করোনার ফলাফল ‘নেগেটিভ’ এসেছে বলে জানান তিনি।

টেস্টে করোনা পজেটিভ আসা এই তিনজনের একজন সীতাকুণ্ড, একজন নগরীর হালিশহর ও অপরজন সাগরিকা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির।

তিনি আরও জানান, আক্রান্তদের একজনের বয়স ৪৫ বছর, আরেকজনের ৪০ বছর এবং অন্যজনের বয়স ৫০ বছর।

এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫। এর আগে দামপাড়ার দুজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছিল চট্টগ্রামে। দুজনই বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে আছেন। বুধবার নতুন করে শনাক্ত এই তিনজন কোথায় আছে এই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এআরটি/আরএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!