মেডিকেল ছাত্র করোনার উপসর্গ নিয়ে কক্সবাজারের আইসোলেশনে

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বুধবার (৮ এপ্রিল) দুপুরে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক মেডিকেল কলেজ ছাত্র ভর্তি হয়েছেন। তার স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য ইতোমধ্যে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে পাঠানো হয়েছে।

ওই ছাত্রের বাড়ি কক্সবাজার সদরের বইল্ল্যাপাড়া বড় এলাকা হলেও তিনি সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী (রহ.) মেডিকেল কলেজে অধ্যয়নরত।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ওই ছাত্র গত ১৮ মার্চ সিরাজগঞ্জ থেকে কক্সবাজার আসে। হঠাৎ তার শরীরে প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি ও গলাব্যাথাসহ করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে আজ দুপুরে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!