চট্টগ্রামের সাথে বান্দরবান-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম-কক্সবাজার এবং চট্টগ্রাম-বান্দরবান সড়কের বেশ কিছু জায়গা পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রামের সাথে এই দুই জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়কে বন্যার পানি বেড়ে যাওয়ায় এ দুই পথে যান চলাচল সম্ভব হচ্ছে না।

সড়কে পানি বাড়তে থাকলে সোমবার রাত থেকেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল কমে যায়। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল থেকে বৃষ্টির কারণে পানি আরও বেড়ে গেলে সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে যায়। একই সাথে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুনভাবে বন্যার পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার মাতামুহুরি নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা বলেন, ‘চকরিয়া-বদরখালী সড়ক পানিতে তলিয়ে গেছে। ইউনিয়নের বেশির ভাগ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ চলছে।’

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, ‘মাতামুহুরির পানি বেড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ পৌর শহরের বেশির ভাগ এলাকা তলিয়ে গেছে। বন্যার্তদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে।’

এদিকে বন্যার পানিতে কেরানিহাট-বান্দরবান সড়কটি পানির নিচে তলিয়ে গেছে। এ কারণে সারা দেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!