চট্টগ্রামের মন্ত্রীরা মেরুদণ্ডহীন, বললেন আইনজীবী সমিতির নেতারা

চট্টগ্রামের ঐতিহাসিক পরীর পাহাড়ে সরকারি খাস জমিতে আইনজীবী সমিতির ভবন নির্মাণে জেলা প্রশাসন বাধা দেয়ায় দীর্ঘদিন ধরে আইনজীবীদের সাথে টানাপোড়েন চলছে জেলা প্রশাসনের।

রোববার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে পরীর পাহাড়ে আইনজীবী সমিতির পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এনামুল হক বলেন, ‘চট্টগ্রামে এখন মহিউদ্দিন চৌধুরীর মত নেতা নেই। এখন যারা নেতা, মন্ত্রী তারা সবাই মেরুদণ্ডহীন। একজন ডিসি আইনজীবীদের সাথে এভাবে সংঘাতে জড়াচ্ছেন। কিন্তু তাকে বদলী বা অপসারণ করার মত যোগ্যতা এখনকার নেতা মন্ত্রীদের নেই।’

তার কথায় উপস্থিত আইনজীবীরা হাততালি দিয়ে সমর্থন জানায়।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, যেকোনো মূল্যে আমরা এখানে ভবন নির্মাণ করবো

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবী বলেন, ‘যেকোনো দিন এই ডিসি বদলী হবে। আমরা বিভিন্ন জায়গায় লবিং করছি। ডিসি বদলি হওয়ার পর আমরা এখানে ভবন নির্মাণ করবো।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!