হালিশহরের হারিয়ে যাওয়া ২ ভাইবোনকে বাবার হাতে ফিরিয়ে দিল পুলিশ

সাফা ও সোহান, দু’জন ভাইবোন। একজনের বয়স সাড়ে পাঁচ, আরেকজন আড়াই। শুধু নামটাই বলতে পারে তারা। চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ডিউটি অফিসারের রুমে চেয়ারে বসে পা দুলিয়ে যখন তারা চিপস খাচ্ছিল, তখন তাদের হারানো বিজ্ঞপ্তি ঘুরছিল চট্টগ্রামের একটি ফেসবুক গ্রুপে। পোস্টটি দেন ডবলমুরিং থানার ডিউটি অফিসার সাইদুজ্জামান অন্তর।

অভিভাবকদের খোঁজ চেয়ে বাচ্চা দুটোকে থানা থেকে নিয়ে যেতে বলা হয় পোস্টে।

ঘটনাটি রোববার (৩১ জুলাই) বিকালের। পরে রাতে ১১টার দিকে বাচ্চা দুটোকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়।

ডিউটি অফিসার অন্তর বলেন, ‘সাফা ও সোহানের বাসা হালিশহরের রমনা আবাসিকে। তারা বাসার সামনে বিকেলে খেলতে যায়। তারপর সবার অজান্তে দুই ভাই-বোন মিস্তিপাড়া চলে আসে। ডিউটিরত টহল পুলিশের তাদের দেখে সন্দেহ হয়। দু’জনকে থামিয়ে বাসা কোথায় জিজ্ঞাসা করলে তারা বলতে পারেনি। শুধু নাম বলতে পারেছে। পরে তাদের থানায় আনা হয়।’

তিনি বলেন, ‘পরে ফেসবুক গ্রুপে ছবিসহ পোস্ট করলে শিশু দুটির বাবা রাত ১১টার দিকে থানায় এসে তাদের বাসায় নিয়ে যান। সন্তানকে ফিরে পেয়ে থানায় কান্নায় ভেঙে পড়েন তিনি।’

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!