চকরিয়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

কক্সবাজারের চকরিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলার বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের ছনুয়াপাড়া গ্রামে ওই স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন।

তিনি বলেন, ‘বাল্যবিয়ে হচ্ছে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে অষ্টম শ্রেণীর ছাত্রীর জন্ম নিবন্ধন সনদের খোঁজখবর নেওয়া হয়। পরে মহেশখালী উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে ছাত্রীর নিজ এলাকা ধলঘাটা ইউনিয়নের জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করা হয়। জন্ম নিবন্ধন যাচাই শেষে পুলিশ নিয়ে ওই ছাত্রীর বিয়ে বাড়িতে যাই। গিয়ে মেয়ে পক্ষকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝাই। পরে কনের মা-বাবা, বর ও বরের বাবা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জিম্মায় দিয়ে ১৮ বছর আগে তাকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দেন।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!