চকরিয়ার তামাক ক্ষেতে ফুটফুটে নবজাতকের লাশ

তামাক ক্ষেতে শ্রমিকরা কাজ করতে গেলে নাকে গন্ধ অনুভূত হতে থাকে। গন্ধ কোত্থেকে আসছে খোঁজতে থাকে তারা। পরে তামাক ক্ষেতের ঝোপের মধ্যে ফুটফুটে একটি নবজাতক দেখতে পায়। কাছে গিয়ে দেখলে বুঝা যায় একদিন আগে জন্ম নিয়েছে নবজাতকটি। তবে শিশুটির শরীরে সব কিছু পরিপূর্ণ থাকলেও নেই শুধু প্রাণ।

ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। বুধবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে তামাক ক্ষেতে কাজ করতে গেলে অজ্ঞাত নবজাতকের লাশটি উদ্ধার করে শ্রমিকরা।

স্থানীয় মেম্বার মুজিবুল হক আজিজ বলেন, ‘বুধবার সকালে তামাক ক্ষেতে শ্রমিকরা কাজ করতে গেলে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করে। এ সময় তারা ওই নবজাতকের লাশটি উদ্ধারের পর দাফন করে ফেলে। ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘তামাক ক্ষেত থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে বলে শুনেছি। স্থানীয় লোকজন ওই নবজাতকটি দাফন করার পর পুলিশকে খবর দেয়। তারপরও নবজাতকটি কে বা কারা তামাক ক্ষেতে ফেলে রেখে গেছে খবর নেওয়া হচ্ছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!