ঘুমন্ত যুবক জানতেন না ঘরে জ্বলছে দাউ দাউ আগুন

চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলার পশ্চিম গোমদণ্ডীতে ভয়াবহ আগুনে একাধিক বসতবাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় আগুনে পুড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে পশ্চিম গোমদণ্ডীর বানু মেম্বারের টেক সংলগ্ন কোরবান আলী সওদাগর বাড়িতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিজ বসতঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় নুরুল আজিম (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন।

ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডীর কোরবান আলী সওদাগর বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।

নিহত নুরুল আজিম ওই এলাকার মো. হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি বেকারিতে চাকরি করতেন। তার ৪ বছর বয়সী এক ছেলে রয়েছে।

নিহত আজিমের মা জাহানারা বেগম জানান, রাতের খাবার সেরে যার যার ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে হঠাৎ ঘরে আগুন ছড়িয়ে পড়লে আজিমকে অনেক ডাকাডাকি করে জাগাতে না পেরে তার স্ত্রী ছেলেকে নিয়ে বের হয়ে পড়ে।

মধ্যরাতে হঠাৎ ঘরে আগুন ছড়িয়ে পড়ে বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডীতে
মধ্যরাতে হঠাৎ ঘরে আগুন ছড়িয়ে পড়ে বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডীতে

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কীরীটী রঞ্জন বড়ুয়া। তিনি জানান অগ্নিকান্ডে আজিম ও শাহ আলম মাঝির বসতঘর পুড়ে গেছে। আগুনে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ও নুরুল আজিম নামের এক ব্যক্তি মারা গেছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!