গ্যাসের পাইপ লাইন ফেটে আগুন বোয়ালখালীতে

চট্টগ্রামের বোয়ালখালীতে গ্যাসের পাইপ লাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বোয়ালখালীর মিলিটারিপুল এলাকায় এই ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও পটিয়ার দুই ইউনিট কাজ করেছে।

জানা গেছে, বোয়ালখালীর মিলিটারিপুল এলাকার আম্বিয়া ডায়িং কোম্পানির সামনে ব্রিজের কাজ করতে গিয়ে গ্যাসের লাইন ফেটে যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। গ্যাসের লাইনটি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের।

বোয়ালখালী ফা্য়ার স্টেশনের ইনচার্জ লিডার এনামুল হক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়েছি ৫টা ১০ মিনিটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণে। বোয়াখালী ও পটিয়ার চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনটি অনেক পুরোনো। তাই প্রায় ২৫ ফুট জায়গা জুড়ে আগুন ছড়িয়েছে।’

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!